Logo

রাজনীতি    >>   সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ শুরু

সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ শুরু

সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ শুরু

‘সঠিক তথ্যে ভোটার হবো, নির্বাচনে ভোট দিব’—এই প্রতিপাদ্য নিয়ে নির্বাচন কমিশন (ইসি) সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করেছে। সোমবার (২০ জানুয়ারি) ঢাকা জেলার সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সিইসি বলেন, “ভোটের অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ হলো সঠিক ভোটার তালিকা প্রণয়ন। যেদিন জনগণ নির্ভয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, সেদিনই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।” তিনি জনগণকে ভোটের অধিকার রক্ষায় এবং সব অনিয়মের বিরুদ্ধে সামাজিক ও জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

নির্বাচন কমিশনার ব্রি. জে. (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, ইসি জনগণের আশার প্রতিফলন ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ। অন্যদিকে, নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার হালনাগাদ কার্যক্রমে নিযুক্তদের সতর্ক থাকার নির্দেশ দেন। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “সুষ্ঠু নির্বাচনের জন্য নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন অত্যন্ত জরুরি। এই কার্যক্রমের মাধ্যমে জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে।”

ইসি সূত্রে জানা গেছে, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কার্যক্রম ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এবার যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারির আগে, তাদের তথ্য সংগ্রহ করা হবে। নিবন্ধন কেন্দ্রগুলোতে ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত নাগরিকদের বায়োমেট্রিক তথ্য গ্রহণ করা হবে।

নতুন ভোটারের ডাটা আপলোড, ভোটার এলাকা স্থানান্তরের আবেদন গ্রহণ, এবং মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার কাজ ১২ ফেব্রুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত চলবে। ২০২৬ সালের ২ জানুয়ারি নতুন ভোটারদের নাম চূড়ান্ত তালিকায় যুক্ত করা হবে।

ইসি জানিয়েছে, হালনাগাদ কার্যক্রমে ৬৫ হাজার প্রশিক্ষিত কর্মী নিযুক্ত করা হয়েছে। তারা ১ দশমিক ৫২ শতাংশ নাগরিককে ভোটার তালিকায় যুক্ত করার লক্ষ্যে কাজ করবেন।

চলতি বছরের খসড়া ভোটার তালিকা ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। এতে ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন নতুন ভোটার যুক্ত হয়েছেন। সব মিলিয়ে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert